শ্যামলবাংলা ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৪ সেপ্টেম্বর বুধবার মধ্যরাতে উপজেলার নওদাপাড়া গ্রামে প্রবাসীসহ ৪ বাড়িতে ঘণ্টাব্যাপী ওই সিরিজ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
বাড়ির মালিক গোলাম আলী জানান, রাত ১২টার দিকে গোয়াল ঘরে গরু ঠিকমত আছে কিনা দেখতে গেলে ৪/৫জনের একটি ডাকাতদল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর একে একে তার ভাই আবুল হোসেন এবং সিঙ্গাপুর প্রবাসী জিয়া উদ্দীন ও সৌদী প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এসময় তারা ঘরে রাখা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে জানান তিনি।
গাংনী থানার ওসি মাছুদুল আলম ডাকাতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পুলিশ সম্ভাব্য সব স্থানে অভিযান শুরু করেছে।
