খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উপ-নির্বাচন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে শফিকুল ইসলাম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত শফিকুল ইসলাম (আনারস) ৫ হাজার ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত আব্দুর রশিদ (তালা) পেয়েছেন ৩ হাজার ১শ ১১ ভোট। অপর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ৪শ’ ৬১ ভোট। মোট ১০টি ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৪ ভোট। এ নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকে প্রশাসনিকভাবে নেয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। ৭ জন ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, আনসার ভিডিবি সদস্যরা নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন। পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম নির্বাচনী এলাকা পরিদর্শন করেন।
