রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর) আসনে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় সরগরম হয়ে উঠছে পরিবেশ। এরই মধ্যে এলাকার আনাচে-কানাচে, হাটবাজারে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে ছেয়ে গেছে। অনেকে আবার সারা রমজান মাস জুরে ইফতার পার্টির আয়োজন করে গণসংযোগ করেছেন। আ’লীগ, জাতীয় পার্টি ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। এমনই একজন রৌমারী উপজেলার কর্তিমারীর সন্তান সুপ্রীমকোর্টের আইনজীবী এড. মো: হুমায়ুন কবির। তিনি অনেক দিন থেকে জাতীয় পার্টির সাথে সক্রিয়ভাবে জড়িত। আসন পুনর্বিন্যাসের ফলে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী এড. মো: হুমায়ুন কবির এখন গ্রাম-গঞ্জ চষে বেড়াচ্ছেন।
এড.মো:হুমায়ুন কবির জানান, ৫ রমজান থেকে রাজীবপুর, মোহনগঞ্জ, কোদালকাটি, বালিয়ামারী, কর্তিমারী, রৌমারী, দাতভাঙ্গা, টাপুরচর, শৌলমারী, বড়াইকান্দি বাজারে ইফতার পার্টির আয়োজন করেন। এসব অনুষ্ঠানে রৌমারী ও রাজীবপুর উপজেলার জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাধারন সম্পাদক সহ জাতীয় পার্টির সকল নেতাকর্মীসহ সমাবেশে এলাকার মানুষ স্বতর্স্ফুতভাবে অংশগ্রহণ করে তাকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও কুড়িগ্রাম-৪ আসনের সকলের আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছেন। তার বিশ্বাস তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হবেন।
