শ্যামলবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার স্থলবন্দরের কার্যক্রম উদ্বোধন করেন রংপুরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এনামুল হক। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, শিল্পপতি গোলাম মোস্তফা প্রমুখ। কার্যক্রম শুরুর প্রথম দিনে ভারত থেকে ৩ টি প্রতিষ্ঠান কয়লা আমদানি করে।
স্থলবন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে এ বন্দর দিয়ে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পিঁয়াজ ১০টি পণ্য আমদানি এবং বিধি অনুযায়ী সব ধরনের পণ্য রফতানি করা যাবে। ফলে স্থলবন্দর থেকে প্রতি মাসে কমপক্ষে ১ কোটি টাকা সরকারি রাজস্ব আয় হবে।
উল্লেখ্য, সোনাহাট বন্দরটি ভারতের আসাম রাজ্যঘেঁষা দেশের ১৮তম এবং উত্তরাঞ্চলের ষষ্ঠ স্থলবন্দর। এর আগে গত বছর ১৭ নভেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পরও চালু হয়নি কার্যক্রম।
