শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ট মিত্র হিসেবে বিবেচিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা সিরিয়ার ব্যাপারে ভুল করেছে আর সেই ভুলের খেসারতও দিতে হবে।
তিনি ৫সেপ্টেম্বর বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাত করতে যাওয়া ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সাতে মতবিনিময় কালে আমেরিকা সম্পর্কে ওই হুঁশিয়ারি দেন।

সিরিয়া বিষয়ে রাসায়নিক হামলার বিষয়টিকে অজুহাত উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন মার্কিন সরকার মানবিক কারণে সিরিয়ায় হস্তক্ষেপ করতে চায় বলে যে দাবি করছে তাও কথার ফুলঝুরি ছাড়া কিছু নয়।
তিনি এর আগেও বলেছিলেন যে, ইরাক ও আফগানিস্তানে হামলা চালিয়ে আমেরিকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ায় হামলা চালালেও তাকে একই ধরনের মূল্য দিতে হবে।
