শ্যামলবাংলা ডেস্ক : স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে জয়পুরহাটের কালাই উপজেলায় কাউছার আহম্মেদ রনি (১৯) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেয়। দণ্ডিত রনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব এলাকার আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে কালাই উপজেলার মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের একছাত্রী স্কুলে যাচ্ছিল। পথে রনি নামে এক বখাটে যুবক তাকে উত্যক্ত করে। ওই ঘটনায় স্থানীয় জনতা ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহম্মেদ তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।