শ্যামলবাংলা ডেস্ক : মুহুর্মুহু বোমা ফাটিয়ে স্বর্ণের মার্কেটে লুটপাট চালিয়েছে ডাকাত দল সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়। ৪ সেপ্টেম্বর বুধবার রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে। জিন্দাবাজারের নেহার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় স্বর্ণের দোকানে ওই লুটপাট চালানোর আগে অন্তত: ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় ওই মার্কেটের নিরাপত্তা রক্ষী বাশার মিয়া নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে জিন্দাজার পয়েন্ট থেকে ডাকাত দল বোমা ফাটিয়ে নেহার মার্কেটের দিকে যায়। ওইসময় স্থানীয় লোকজন আতঙ্কে বিভিন্ন মার্কেট ও দোকানে আশ্রয় নেয়। ডাকাত দল নেহার মার্কেটে ঢুকে সেখানেও বোমার বিস্ফারণ ঘটায় এবং লুটপাট চালায়। এরপর বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে তারা পালিয়ে যায়। পরে ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষনিকভাবে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লুণ্ঠিত মালামালের পরিমাণ জানা যায়নি।
