শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আর নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হবে। গণতন্ত্রের ধারাবহিকতা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক ধারায় নির্বাচন হলে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে।
৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে শেখ হাসিনা ওই কথা বলেন। ওই মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন ঠিক করতে তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। মতবিনিময়ের প্রথম দিনে রাজবাড়ী, দিনাজপুর, জামালপুর, মানিকগঞ্জ, লালমনিরহাট, ভোলা ও গাজীপুরের জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। এ সময় তৃণমূলের মতামত নেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ প্রধান বলেন, যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না তারাই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, যাদের শক্তি ও সাহস নেই, তারাই সাংবিধানিক নির্বাচনকে ভয় পায়। গত নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের মতামত নির্বাচনে কাজে লেগেছে। এবারও সংসদ নির্বাচনের আগে তৃনমূল নেতাকর্মীদের মতামত নেয়া হবে।
