স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কবি ও গবেষক জাহাঙ্গীর জাকীর এর অনুকাব্য ‘ফুলে ফুলে ঢলে ঢলে-২’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে শেরপুরে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই অনুকাব্যের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা। এ উপলক্ষ্যে ‘ফুলে ফুলে ঢলে ঢলে-২’ এর প্রকাশক বিপ্লব ফারুকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির লেখক জাহাঙ্গীর জাকির (শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক তালাত মাহমুদ। সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহম্মদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পঞ্চকবির গানের আসরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা গান পরিবেশন করেন।

