ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : অর্পিত সম্পত্তি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীর এসবিসির’র উদ্যোগে বুধবার স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এসবিসি’র পরিচালক রবেতা ম্রং এর সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান (মনি), পিদিম ফাউন্ডেশনের ম্যানেজার শাহজাহান মিয়া, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী, আদিবাসী নেতা সুধীর চিরান, প্রেসক্লাব-ঝিনাইগাতীর সাবেক সভাপতি এম খলিলুর রহমান, সাংবাদিক খোরশেদ আলম প্রমূখ। ওই গোলটেবিল বৈঠকে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার নৃ-তাত্তিক জনগোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
