শ্যামলবাংলা ডেস্ক : অনুমোদনবিহীন দু’টি কারখানায় অভিযান চালিয়ে ১০ টন পলিথিনসহ ৪ জনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তর। ৪ সেপ্টেম্বর বুধবার পুরান ঢাকার প্লাস্টিক কারখানাগুলোতে ওই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুরান ঢাকার শামীম প্লাস্টিক ও কুদ্দুস প্লাস্টিক নামের কারখানা দু’টি থেকে ১০টন অবৈধ পলিথিন আটক করা হয়। যার মূল্য প্রায় ৪ লাখ টাকা এসময় ৫ লাখ টাকা জরিমানাও আদায় করেন পরিবেশ অধিদপ্তর। কারখানা দুটির ৪জন কর্মচারীকে আটক করা হলেও উভয় কারখানার মালিকেরা পালিয়ে গেছেন।
