শ্যামলবাংলা ডেস্ক : অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা দিতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বার কাউন্সিল ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা-পরীক্ষার্থীরা। ৪ সেপ্টেম্বর বুধবার বেলা ২টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি/এলএলবি অনার্স/ এলএলএম পাস শিক্ষার্থীদের মত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বার কাউন্সিলে ইন্টিমেশন জমাদান, পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেন। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এডভোকেটশীপ পরীক্ষার এডমিড কার্ড অন্যান্য পরীক্ষার্থীদের দেওয়্ াহলেও দারুল ইহসান থেকে পাস করা প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীদের ওই এডমিড কার্ড না দেওয়ায় তারা হতাশ হয়ে নানা দৌড়ঝাপ শুরু করেন। ইতোমধ্যে তাদের পরীক্ষা দিতে না দেওয়ার সিদ্ধান্তে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন। কিন্তু পরীক্ষার মাত্র দুইদিন পূর্বেও তারা এডমিড কার্ড পাওয়ার কোন সম্ভাবনা না দেখে বুধবার বেলা ২টার দিকে বিক্ষুব্ধ একদল পরীক্ষার্থী বার কাউন্সিল ভবনের গেটে তালা ঝুলিয়ে এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বার কাউন্সিল নেতাদের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত পরিবর্তন না হলে বিক্ষুব্দ পরীক্ষার্থীরা এডভোকেটশীপ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
