আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আগামী ২৮সেপ্টেম্বর শনিবার থেকে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে শুরু হচ্ছে ৬৩তম বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।
ওই প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ কি, সংবাদ চেতনা ও সংবাদ মূল্য; সংবাদ সূচনা ও সংবাদ লেখার কলাকৌশল; ফিচার কি ও কিভাবে লিখতে হয়; সাংবাদিকতা বিষয়ক আইন কানুন; সাংবাদিকতার নীতিমালা ও সাংবাদিকের গুণাবলী; শব্দ লিখন শৈলী ও বানানরীতি বিষয়ে ৬টি ক্লাস পরিচালনা করবেন দেশের স্বনামধন্য সাংবাদিকতার প্রশিক্ষকবৃন্দ। কর্মশালায় অংশ গ্রহণের জন্য জনপ্রতি ৫০০/= (পাচঁশত) টাকা রেজিষ্ট্রেশন ফি দিতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা প্রশিক্ষণ সামগ্রী ও সনদপত্র প্রদান করবে। প্রশিক্ষণ গ্রহণকারীদের যেকোন জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক বা অনলাইন মিডিয়ায় সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ করে দেয়ার চেষ্টা করা হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে। ওই কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ।
প্রশিক্ষণ নিতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত মুহম্মদ আলতাফ হোসেন, ১৪২ মধ্য বাসাবো, ঢাকা-১২১৪ ঠিকানায় পাঠাতে হবে এবং রেজিষ্ট্রেশন ফি ০১৭১৬৯১৭৬০২ নম্বরে বিকাশ করে পাঠাতে হবে। বিস্তারিত জানতে ০১৮১৯৮৯৯২১১ নম্বর ফোনে কথা বলার অনুরোধ করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
