শ্যামলবাংলা ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন এইমওয়ে করপোরেশন লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের মালিক রেদওয়ান বিন ইসহাক। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। তিনি চরমোনাইয়ের পীর ফজলুল করিমের সত্ ভাই বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ৫ জুলাই আবদুস সাত্তার নামের এক ব্যক্তি সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানায় রেদওয়ানের বিরুদ্ধে মামলা করেন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে প্রতারণা করে আরও কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানায় মামলা রয়েছে। এসব মামলায় ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এইমওয়ে কোম্পানির অধীনে বহুধাপ বিপণন ব্যবসা (এমএলএম) রয়েছে।
