স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করণ এবং স্থানীয় পর্যায়ে সকল উন্নয়ন কর্মকান্ড ও সেবাসমুহের সার্বিক সমন্বয়ের লক্ষ্যে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শেরপুরে ইউনিয়ন সমন্বয় কমিটি গঠন ও এর কার্যাবলী সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী-জাইকা’র সহায়তায় শেরপুর জেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার পাল। এতে ইউডিসিসি গঠন এবং কার্যাবলী সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন জাইকা টিমের সমন্বয়কারী আজিজুর রহমান সিদ্দিকী এবং এলজিএসপি বিষয়ে তথ্য উপস্থাপন করেন জেলা ফ্যাসিলিটেটর আব্দুর রহিম।
প্রশিক্ষণ কর্মশালা শেষে নিজেদের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন নালিতাবাড়ী ইউএনও আবেদ আলী, শ্রীবরদী ইউএনও গুলশান আরা, সদর উপজেলা ভাইস চেয়রম্যান শামীম আরা শামীমা, নকলার বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান মহব্বত হোসেন, ইউপি সচিব হযরত আলী প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৯৫ ধারা বলে ইউনিয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। বাড়বে ইউনিয়ন পর্যায়ে সরকারী-বেসরকারী পর্যায়ে সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহীতা।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫ উপজেলার ইউএনও, উপজেলা ভাইস চেয়ারম্যান, এডিএলজি কর্মকর্তা, ৫২ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিবগণ অংশগ্রহণ করেন।
