শ্রীবরদী প্রতিনিধি ঃ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যু স্পৃষ্ট হয়ে মাটিয়াকুড়া গ্রামের হারুনুর রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
জানা যায়, ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মৃত কফিল উদ্দেনের ছেলে সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট মো. হারুনুর রশিদ (৫৫) তার নিজ বাড়ির উত্তর পাশে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে ঘাসের অধিক ওজন বহন না করতে পেরে সামনে থাকা পল্লী বিদ্যুতের একটি বাঁশের খুটিতে ভর দিলে খুঁটিতে থাকা ঝুলন্ত বিদ্যুতের তারটি তার কোমরে এসে পরলে সে তাৎক্ষনিক বিদ্যুৎতায়িত হয়ে মাটিতে গড়াগড়ি করে। পার্শ্ববর্তী লোকজন টেরপেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার এ.এস.আই মুক্তিমাহমুদ জানান, ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




