ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামে সোমবার রাতে আব্দুল মতিন (৫০) নামে এক ব্যক্তি পুত্রের হাতে খুন হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মতিনের ছেলে আব্দুল মজিদ (২৮) গারো পাহাড় থেকে গাছ চুরি করে। বন-বিভাগের লোকজন ওই গাছ চুরির ব্যাপারে পিতা আব্দুল মতিনের কাছে নালিশ করে। ঘটনার দিন বিকেল ৩টায় আব্দুল মতিন তার ছেলে মজিদকে গাছ চুরির বিষযটি নিয়ে চাপ দিলে ক্ষিপ্ত ঘাতক ছেলে আব্দুল মজিদ তার আব্দুল মতিনের মাথায় আঘাত করলে গুরুত্বরভাবে আহত হয়। আহত আব্দুল মতিনকে প্রথমে ঝিনাইগাতী সদর ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আব্দুল মজিদ পলাতক রয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।
