শ্যামলবাংলা ডেস্ক : আমি রাজনীতি করি বাংলার মানুষের জন্য। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার জন্যই আমার রাজনীতি। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ওই কথা বলেন।
বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারে রামু বিমুক্তি ভাবনা কেন্দ্র, রামু মৈত্রী বিহার,রামু কেন্দ্রিয় সীমা বিহার, রামু উপজেলার লালচিং বিহার, সাদাচিং বিহার, আর্যবংশ বৌদ্ধ বিহার, অপর্ণা চরণ বৌদ্ধ বিহার, উচাই সেন বিহার, জেতবন বৌদ্ধ বিহার, বন বিহার, অজান্তা বৌদ্ধ বিহার ও বিবেকারাম বৌদ্ধ বিহারসহ ১২টি পুনঃনির্মিত বৌদ্ধ বিহার এবং ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান মন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে তার দল আওয়ামী লীগকে আবারো ভোট দেয়ার আহ্বান জানান।