পাবনা প্রতিনিধি ঃ পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রামে ১৮ ঘন্টার ব্যবধানে গ্রামবাসীর গণপিটুনিতে আবারও এক চরমপন্থী ক্যাডার নিহত হয়েছে। নিহত কাজেমুদ্দিন (২৬) চাটমোহর উপজেলার দুবলাপাড়া গ্রামের বেড়াই প্রামানিকের ছেলে। নিহত কাজেমুদ্দিন দীর্ঘদিন ধরে চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ দাবী করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কাজেমুদ্দিন তার সহযোগীদের নিয়ে উপজেলার ধানুয়াঘাটা বাজারে দাবিকৃত চাঁদা আদায় করতে যায়। এসময় বাজারের লোকজন তাকে ধরে ফেলে এবং হাদল মাদ্রাসা এলাকায় নিয়ে গিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য , ১৮ ঘন্টা পূর্বে একই স্থানে আব্দুল আজিজ নামে অপর এক চরমপন্থিকে গণপিটুনী দিয়ে হত্যা করা হয়।
