স্টাফ রিপোর্টার : শেরপুরে ৪২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ফাইনাল খেলা ২ সেপ্টেম্বর সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
এদিনের ফুটবল ফাইনাল খেলায় ছেলেদের গ্র“পে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে শেরপুর সদরের কামারেরচর বাবনা খুশগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের গ্র“পে সদরের চরশ্রীপুর উচ্চ বিদ্যালয় ১-০ গোলে নালিতাবাড়ী উপজেলার আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

হ্যান্ডবলে ছেলেদের গ্র“পে সদর উপজেলার সরকারী ভিক্টোরিয়া একাডেমী ৫-২ গোলে নকলার গৌড়দ্বার উচ্চ বিদ্যালয়কে এবং মেয়েদের গ্র“পে সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে নকলার গৌড়দ্বার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।।
ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় সদর উপজেলার ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা ৪৪-৪২ পয়েন্টে শ্রীবরদী উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয়কে এবং মেয়েদের গ্র“পে অন্য কোন উপজেলার দল না আসায় সদরের যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

জেলা পর্যায়ে খেলায় ৫ উপজেলার জয়ী দলগুলো অংশগ্রহণ করে। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় জেলা শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
