শ্যামলাবাংলা ডেস্ক : সিরিয়ার উপর আক্রমন করার দুঃসাহস দেখালে সিরিয়ার বিরোধীপক্ষীয়দের দ্বারা সংগঠিত আত্মঘাতী ব্যাটেলিয়নদের আক্রমণের মুখোমুখি হবে আমেরিকা। আল-শাবাব’ পার্টির সাধারণ- সম্পাদক মহির মার্হাজ. ‘ফার্স’ এজেন্সীকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি ওই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন – সরকারের বিরোধীতা করার চেয়ে মাতৃভূমির মূল্য বেশি।

মার্হাজের ভাষায় , মাতৃভূমি রক্ষার জন্যই সিরিয়ার বিরোধীপক্ষ আত্মঘাতীদের ব্যাটেলিয়ন সংগঠন করেছে, যারা সারা দুনিয়া জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আঘাত হানবে. মার্হাজ জোর দিয়ে বলেছেন, যে সিরিয়ার উপর এমনকি সীমিত পশ্চিমী আক্রমণের পরিণতি হবে অনির্দিষ্টকালীন অবিরত যুদ্ধ, যার পরিণতি কেউ বলতে পারে না.
