স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২ সেপ্টেম্বর শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ আয়োজিত ওই মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। কলেজ শাখার সভাপতি সহিদুর রহমান রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাপ্পি ও রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাওন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুল আলম প্রমুখ।