শ্যামলবাংলা ডেস্ক : এবার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে ৩শ ৮৭ বাংলাদেশি। প্রায় ৩ কোটি জনসংখ্যার মালয়েশিয়ায় মোট শ্রমশক্তির ১৬ শতাংশই বিদেশি। দেশের ওপর বাড়তি চাপ কমাতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ওই অভিযানে নেমেছে দেশটির সরকার।
২ সেপ্টেম্বর সোমবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহম্মেদ জাহিদ হামিদি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে গণমাধ্যমকে বলেন, অভিবাসন বিভাগ দেশব্যাপী প্রথম দিন থেকে রবিবার পর্যন্ত প্রায় ৪০টি এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ২৪৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার ৭১৭ জন, মায়ানমারের ৫৫৫ জন, বাংলাদেশের ৩৮৭ জন এবং নেপালের ২২৯ জন অবৈধ অভিবাসী রয়েছেন। এছাড়া ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিকও রয়েছে বলে তিনি জানান।
শনিবার মধ্যরাত থেকে ধারাবাহিক ওই অভিযান শুরু হয়। এই অভিযান চলতি বছরের শেষ নাগাদ পযর্ন্ত চলবে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের উপ-পরিচালক সারাভানা কুমার বলেন, অভিযানে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে ধরে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।