স্টাফ রিপোর্টার : এরশাদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে শেরপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয় পার্টি। ১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জেলা শহরের নতুন বাজারস্থ জাপা কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাপা’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন। সদর উপজেলা জাপা’র সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাপা নেতা ও শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, এডভোকেট রোজী সামাদ, মো. আব্দুল হালিম, জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর হারুন জিলানী, এসএম আশরাফ প্রমুখ।
উল্লেখ্য, সমাবেশটি এরশাদের বিরুদ্ধে মিথ্য্ ামামলা প্রত্যাহারের দাবিতে আয়োজন করা হলেও তা সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিবাদ সভায় রূপ নেয়। সমাবেশের প্রধান অতিথি ইলিয়াস উদ্দিন তার স্বভাবসুলভ বক্তব্যের প্রায় পুরোভাগেই সাংসদ আতিকের বিষোদগার করেন। সেইসাথে তিনি সদর ইউএনও আইরীন ফারজানাকে জামায়াত-শিবিরের লোক বলে উল্লেখ করেন।
