স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো একই গ্রামের সেকান্দর আলীর ছেলে মোশারফ হোসেন (১০) ও রজব আলীর ছেলে রাব্বি মিয়া (৯)। মোশারফ যোগানিয়ার ভাটিগাংপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও রাব্বি একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৃষ্টির মাঝে উপজেলার ভাটিগাংপাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোশারফ ও রাব্বি ফুটবল খেলছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে তারা দু’জনই মারা যায়। যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী দ্ইু স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
