শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ২৬ শে পা রাখলেন আজ। ১৯৮৮ সালের ১ সেপ্টেম্বর মুশফিকুর রহিম বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করেন। তারপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এসে ভর্তি হন। পরে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে।
এদিকে, তার জন্মদিন উপলক্ষে বগুড়ায় মুশফিকের গ্রামের বাড়িতে নানা উৎসবের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব মিলেই ওই আনন্দ-উল্লাসের আয়োজন করা হয়েছে। শনিবার রাতেই ছেলেকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকের বাবা।
যদিও পারিবারিক আয়োজনে আনন্দ-উল্লাসে মুশফিক নেই। তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে উদ্দেশ্যে রওনা দেবেন মুশফিকরা। তবে বিসিবিতে সতীর্থদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন তিনি। এসময় সতীর্থরা একে একে জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে। মুশফিকের বাবা মাহবুব হানিফ বলেন, আমার ছেলের জন্মদিনে আমি প্রার্থনা করি সামনে নিউজিল্যান্ড এর বিপক্ষে দল যেন ভালো খেলতে পারে।
২০০৫ সালে ১৬ বছর বয়সে টেস্ট ডেব্যু হয় ছোট খাটো গড়নের এই তারকা ক্রিকেটারের। এরপর আর ফিরে তাকাতে হয়নি এই ক্রিকেটারকে। সাবেক উইকেট কিপার কাম ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটকে টপকিয়ে তার জায়গা দখল করেন বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে মুশফিক সহ-অধিনায়কত্ব পান। তার দুই বছর পর ২০১১ সালের ২০ সেপ্টেম্বর তিনি অধিনায়কত্বের দায়িত্ব নেন। তার নেতৃত্বে বাংলাদেশ ১০ টেস্টের একটি জয়, ৭টি পরাজয় এবং দুটি ড্র করে। ১৮ ওয়ানডেতে ৭ জয় ও ১০টি পরাজয়ে হয় তার অধিনায়কত্বে। এ ছাড়া ১২ টি-টোয়েন্টির ৫টি জয় এবং ৭টি পরাজিত হয় বাংলাদেশ বর্তমান অধিনায়ক মুশফিকের নেতৃত্বে।
