শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। ৩১ আগস্ট শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিবৃতিতে ওই আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে ‘বাংলাদেশ গভীরভাবে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ,বাংলাদেশ সব আন্তর্জাতিক সংঘাত কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে। সিরিয়ার বেসামরিক মানুষ যাতে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের মুখে না পড়েন, সেজন্যে বাংলাদেশ অবিলম্বে সিরিয়ার সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ বিশ্বাস করে- সিরিয়ার সব পক্ষকে যুক্ত করেই সংকটের সমাধান করতে হবে, এতে সিরিয়ার জনগণের আকাঙ্খার প্রতিফলন থাকতে হবে। ওই বিবৃতিতে সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুন নাহার জানিয়েছেন, সিরিয়ায় বর্তমানে ৮৭৮ জন বাংলাদেশি রয়েছেন। এসব প্রবাসী সিরিয়ায় বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করলে তাদের সহযোগিতা করা হবে। যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে দূতাবাসকে নির্দেশ দেয়া হয়েছে।
