শ্যামলবাংলা ডেস্ক : নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে রাজপথের কর্মসূচি বাদ দিয়ে সংসদে গিয়ে নির্বাচন সংক্রান্ত প্রস্তাব দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ । তিনি ৩১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় ওই বক্তব্য দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি বলেন গত নির্বাচনেও খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ৩০ আসনের বেশি পাবেন না। পরে বিএনপিরই সেই অবস্থার সৃষ্টি হয়েছে।
বিএনপি-জামায়াত এর সাথে বর্তমান সরকারের সঙ্গে সরকারের তুলনা করে তিনি বলেন, শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। বর্তমানে তা ৯০০ ডলারে উন্নীত হয়েছে। এই মেয়াদেই তা ১০০০ ডলারে ছাড়িয়ে যাবে।
জঙ্গিমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে জনগণের কাছে আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সারাদেশে ৫ শ’ জায়গায় বোমা হামলা হয়েছে। এবার ক্ষমতায় আসতে পারলে একযোগে ৫ হাজার জায়গায় বোমা ফুটবে।
