শ্যামলবাংলা ডেস্ক : দামেস্ক সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে আংশিক কোনো প্রতিবেদন মেনে নেবে না। দেশটির সরকারি টেলিভিশন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের বরাত দিয়ে ওই কথা জানিয়েছে ।
জাতিসংঘের পরিদর্শকরা যখন তড়িঘড়ি সিরিয়ায় সফর ও তাদের তদন্ত কাজ শেষ করে দামেস্ক ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন ওই ঘোষণা দিলেন মুয়াল্লেম । জাতিসংঘের পরিদর্শকদের শনিবার সকালে দামেস্ক ত্যাগ করার কথা রয়েছে।
