পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রাম থেকে ঈশ্বরদী থানা পুলিশ ২৯ আগস্ট বৃহ¯প্রতিবার রাত ৮ টার দিকে ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল উদ্ধার করেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ, সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান, রিয়াজুল হাসান এএসআই সাইদুর রহমান ও শাহাদৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাবর ৩১ নামের একজন আসামীসহ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের আবদুল বারীর ছেলে বাবর ৩১কে হযরত আলীর কলাবাগানের পাশের তালতলা থেকে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৮০ বোতল ১০০ এমএল ফেন্সিডিলসহ আটক করে। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ভারতীয় ফেন্সিডিল পাচার করে আসছিল। এবিষয়ে মাদকদ্রব্য আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।