শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে । তিনি ৩০ আগস্ট শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় জেলা বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জণগনের কাছে দেওয়া একটি ওয়াদাও পূরণ করতে পারেনি, তাই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে।
কর্মীসমাবেশে ফখরুল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। তবে তা হতে হবে নিরপেক্ষভাবে। কিন্তু সরকার প্রহসনের মাধ্যমে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। জঙ্গিবাদে বিশ্বাস করে না বিএনপি উল্লেখ করে তিনি বলেন, উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে জঙ্গিদের হামলা আওয়ামী লীগের আমলেই ঘটেছে।
আন্দোলনের মাধ্যমে তারেক ও কোকোকে দশে ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
জেলা বিএনপি সভাপতি মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
