স্টাফ রিপোর্টার : তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলে আউট সোর্সিয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ে হাইটেক পার্ক ও আইটি ভিলেজ স্থাপন বিষয়ে এক সেমিনার হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ২৯ আগস্ট বৃহস্পতিবার কালেক্টরেট ভবনের ‘রজনীগন্ধ্যা’ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘তথ্যপ্রযুক্তির বিকাশ এবং আমাদের সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ ও মাল্টিমিডিয়া উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.কে.এম. লুৎফর রহমান। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সেমিনারে কালেক্টরেটের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
