স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৫) ২৮ আগস্ট বুধবার রাতে স্থানীয় চক্রপুর গ্রামস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। রাতেই নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মৃত্যুতে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোঃ খুররম, আওয়ামী লীগ নেতা মোহসিনূল বারী রুমী গভীর শোক প্রকাশ করেছেন।