শ্যামলবাংলা ডেস্ক : লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে তিস্তা নদীর প্রবল স্রোতে বাম তীর রক্ষা বাঁধের ১৫০ মিটার ভেঙে গেছে। ফলে নদী তীরে অবস্থিত কালামাটি আদর্শ উচ্চ বিদ্যালয়টি তিস্তা নদীর ভাঙনের কবলে পড়েছে। তিস্তা নদীর স্রোতের তোড়ে নদীর বাম তীর সংরক্ষণ বাঁধ ভেঙে যাওয়ায় ভেতরে পানি ঢুকে বিদ্যালয়ের ৩টি কক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়গামী ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম। ভাঙন আতঙ্কে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
জানা গেছে, তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নদী ভাঙন ঠেকানোর জন্য লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড ২০০৯-১০ অর্থবছরে বাঁধ নির্মাণ কাজ শুরু করে। ২০১১ সালে তা শেষ হয়। কিন্তু নির্মাণের মাত্র দু’বছরের মধ্যেই আকস্মিকভাবে পানির প্রবল স্রোতে আবারও বাঁধ ভেঙে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ওই অঞ্চলের মানুষ। তিস্তা নদীর নিকটবর্তী হওয়ায় এর আগে আরও দু’বার কালামাটি আদর্শ উচ্চ বিদ্যালয়টি তিস্তার ভাঙনের কবলে পড়ে। এতে করে বিদ্যালয়টি রক্ষার জন্য ২০০০ সাল থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করে পাঠদান করানো হচ্ছে। বিদ্যালয়টিতে ৩ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাম তীর রক্ষা বাঁধটির কাজ নিম্নমানের হওয়ায় অল্প স্রোতেই তা বারবার ভেঙে যাচ্ছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্যাহ বলেন, ভাঙনকবলিত এলাকায় স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সেখানে ৫ লাখ টাকা ব্যয়ে বস্তায় বালি ভরাট করে জরুরি ভিত্তিতে নদী ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ বরাদ্দ পেলে স্থায়ীভাবে কাজ করা হবে।
