জিয়াউর রহমান, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম (৫০) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ ইউনিয়নের সহ¯্রাধিক এলাকাবাসি বিক্ষোভ মিছিলসহ প্রায় ৮ কিলোমিটার পায়ে হেটে উপজেলা শহরে সমাবেশ করেছে। খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্ত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ, আজিজুল হক, আবুল কাশেম ও ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজীবপুর থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আবুল কাশেমের মাথায় গুলি করে হত্যা করা হয়। এবং তার লাশ দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে নিহতের বড় ভাই আব্দুল আজিজ বাদি হয়ে দেওয়ানগঞ্জ থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই চেয়ারম্যানসহ সকল আসামী পলাতক রয়েছে।
ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার এসআই নয়ন দাস জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
