স্টাফ রিপোর্টার : দুষ্টের দমন শিষ্টের পালনকর্তা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ২৮ আগস্ট বুধবার শহরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইস্কনের যৌথ উদ্যোগে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান প্রমূখ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনযষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, পৌরমেয়র হুমায়ুন কবীর রুমান, প্রিয়তোষ সরকার, কানু চন্দ প্রমূখ বক্তব্য রাখেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা উপবাস ব্রত পালন ও বিভিন্ন মন্দির ও নিজ নিজ বাসভবনে পূজাচর্ণার আয়োজন করে।
