শ্যামলবাংলা ডেস্ক : অভিনেত্রী মিতা নূর মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত রিপোর্ট গুলশান থানায় পাঠিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মিতা নূর আত্মহত্যা করেছেন। পুলিশী প্রতিবেদনেও আত্মহত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর বাইরে অন্য কোন তথ্য-উপাত্ত খুজে পায়নি পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. সোহেল মাহমুদ জানান, মিতা নূরের আত্মহত্যার বিষয়টি ফরেনসিক রিপোর্ট থেকে বেড়িয়ে এসেছে। অপরদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আমরা পেয়েছি। রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও নিহতের স্বামী শাহানুরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে অভিযোগ থাকায় তাকে ছাড়াও সন্দেহভাজন অন্যদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
উল্লেখ্য, অভিনেত্রী সাবিনা ইয়াসমিন মিতা নূরের (৪২) মৃতদেহ রাজধানীর গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ড্রয়িং রুমে ১ জুলাই সকালে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
