পাবনা প্রতিনিধি : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পাবনায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ওই শোভাযাত্রার আয়োজন করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু। এসময় শোভা যাত্রায় আরও অংশগ্রহন করেন, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি গণেষ চন্দ্র ঘোষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
