পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর যুবদল কর্মী চাঞ্চল্যকর সুজন হত্যাকাণ্ডের প্রধান আসামি ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য জালালকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ২৭ আগস্ট মঙ্গলবার রাতে পাবনা শহরের জেলা প্রশাসক কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। জালাল ঈশ্বরদী শহরের ষ্টেশন রোড এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে। বুধবার সকালে জালালের বাড়িতে তল্লাসী করে পুলিশ সেখান থেকে একটি বন্দুক,৪ রাউন্ড গুলি ও ৩টি চাপাতি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার এসআই ও সুজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের পাশ থেকে সুজন হত্যা মামলার ২নং আসামী জালালকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ৩ আগষ্ট শনিবার ভোর রাতে বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা যুবদল কর্মী সুজনকে গুলি করে হত্যা করে যার সচিত্র সংবাদ প্রতিবেদন পরের দিন প্রকাশিত হয়েছিল। বুধবার সকালে জালালের ফাঁসির দাবিতে ঈশ্বরদী শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসি।
