পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৮ আগস্ট বুধবার ভোর রাতে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের ফকির মার্কেট এলাকায় অস্ত্র কেনা-বেচার সময় অভিযান চালিয়ে জমিন উদ্দিনের ছেলে অস্ত্র ব্যবসায়ী রকিবুল ইসলাম (২৯)কে ৭.৬৫ মডেলের একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ-নুরে আলম পাটোয়ারীর নেতৃত্বে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশসহ পুলিশের একটি দল ওই অভিযানে অংশ নেয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, লক্ষিকুন্ডায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী রকিবুল ইসলামকে বুধবার ভোর রাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন থেকে গোপনে অস্ত্র কেনা-বেচা করে আসছিল। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পাবনা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।