এম,আর,টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : ভূমি বিরোধকে কেন্দ্র করে রক্তাক্ত আহত হয়েছে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সাতানী মহল্লার আবুল মিয়ার পুত্র ও শ্রীবরদী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বক্কর মিষ্টারসহ (৩৮) ৬ জন। ২৭ আগস্ট সন্ধায় ওই ঘটনা ঘটে। আহত অন্য ৫ জন হচ্ছেন হোসনে আরা (৩৩), নারগিস (২৫), নাইম (৮), মোস্তফা (৩৫) ও রোকেয়া (২৮)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রায় ৫০ ডেসিমেল ভূমি নিয়ে পরস্পরের মধ্যে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলছিল। ওই ভূমি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকায় একই গোত্রের ধলা, বাবু, সাখাওয়াত, আল-আমিন ও আব্দুর রউফরা তা দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গাছের চারা রোপন করতে গেলে সাবেক ছাত্রলীগ নেতা মিষ্টার ও তার লোকজন বাধা দেওয়ায় পরস্পরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্র দ্বারা ওই রক্তপাতের ঘটনা ঘটায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।




