শ্যামলবাংলা ডেস্ক : রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে কয়েকটি পশ্চিমা দেশ সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর কথা বলছে তখন সিরিয়ার সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়া সরকার যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে, ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি এএফপি।
সিরিয়া ইস্যুটি অনেক জটিল ও কঠিন উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার ওপর কোনো ধরনের হামলা হলে তার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে পড়বে। তিনি বলেন,সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক হামলার হুমকি মূলত মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপের অংশ তবে আমরা সব পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আশা করব যারা যুদ্ধের কথা বলছেন তারা আরো বেশি যুক্তিবাদী হবেন। আমরা মনে করি চলমান সঙ্কট একমাত্র রাজনৈতিক উপায়ে সমাধান হবে।
