শ্যামলবাংলা ডেস্ক : নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুড়িয়া ইউনিয়নের মজমপুর গ্রামে পানিতে ডুবে দু’সহোদরসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার সকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে মজমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে জুলেখা খাতুন (৮) ও ছেলে সাহেব আলী (৫) ও প্রতিবেশী আবের আলীর মেয়ে সাহিদা সুলতানা সাহারা (৮)। জুলেখা ও সাহারা স্থানীয় ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী পড়–য়া ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মজনু জানান, পরিবারের লোকজনের অগোচরে ওই ৩ শিশু বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ না দেখে বাড়ির লোকজন তাদের খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
