শ্যামলবাংলা ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার চকদিঘাবাড়ী গ্রামের সোমেজ আলীর ছেলে রাসেলের ঘর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আড়ের সাথে একই রশিতে রাসেল ও এক তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায়। ৫ বছর আগে রাসেল ঢাকার একটি গার্মেন্টে চাকরির সময় ওই তরুণীর সাথে পরিচয় হয়। তবে তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। ঘাটাইল থানার ওসি ফজলুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় থানা একটি ইউডি মামলা রুজু হয়েছে।
