শ্যামলবাংলা ডেস্ক : খুলনায় বটিয়াঘাটা উপজেলার কাজিবাচা নদীতে ট্রলার ডুবির ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও ৫ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। আপনজনকে খুঁজে না পেয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা ২৬ আগস্ট সোমবার ট্রলার ডুবির পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নদীর পাড়ে পাড়ে সন্ধান চালাচ্ছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালবুনিয়া গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে ঠিকাদার কিফায়েত শেখ (৪৩), একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে নুর মোহাম্মদ নরু, ঝালবাড়ি এলাকার আবু বক্স ফকিরের ছেলে সবুর ফকির, ফুলবাড়ি এলাকার মৃত গণি মাস্টারের ছেলে মাহাবুব এবং আমিরপুর ইউনিয়নের সৈয়দের মোড় বটতলার আকবরের ছেলে ৮ম শ্রেণির ছাত্র সাব্বির। নিখোজ ব্যক্তিদের উদ্ধারে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ফুটবল খেলা দেখতে বিরাট গ্রামের ৫০-৬০ জন ও স্থানীয় যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ট্রলারটি বটিয়াঘাটা উপজেলার জলমা খেয়াঘাটের অদূরে পৌঁছুলে প্রবল স্রোতের টানে একপাশ কাত হয়ে গেলে ওইসময় ১৫-২০ জন যাত্রী নদীতে পড়ে যায়। এদের মধ্যে কেউ কেউ সাঁতরিয়ে পাড়ে ওঠলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন।
