ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসির সাথে বৈঠক : সকল দলের অংশগ্রহণে নির্বাচনের তাগিদ জাতিসংঘের প্রতিনিধিসহ কূটনীতিকদের

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০১৩ ১১:০০ অপরাহ্ণ

election-commissioner-bangladesh-lশ্যামলবাংলা ডেস্ক : এবার সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাগিদ দিয়েছেন জাতিসংঘের প্রতিনিধিসহ কূটনৈতিকেরা। ২৭ আগস্ট মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনারের সাথে এক বৈঠকে বিদেশী কূটনৈতিকরা ওই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ ইংল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে, জাপান, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যাণ্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রধান নীল ওয়াকার সাংবাদিকদের বলেছেন, আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে সব দেশের কাছে গ্রহণযোগ্য করে তুলুক। তিনি আরও বলেন, আমরা চাই অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন। এর জন্য সবধরণের কারিগরী সহায়তা দিতে আমরা কমিশনের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমাদের উন্নয়ন সহযোগীরা সব সময় আমাদের সহায়তা করে আসছে। আমাদের প্রয়োজনে আমরাও তাদের থেকে সহায়তা চাই। তাদের ধারাবাহিকতায় আজকে বিদেশী সংস্থা ও বিভিন্ন দাতা দেশগুলোর সাথে আমাদের বৈঠক হয়েছে। তিনি বলেন, তারা আমাদের আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও তাদের সাথে একমত পোষণ করেছি।
সিইসি আরও বলেন, দাতা দেশগুলোসহ বিভিন্ন সংস্থা আমাদের কারিগরিসহ বিভিন্ন সহায়তা করে থাকে। এবারও তারা আমাদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। গত নির্বাচনের মতো এবারও স্বচ্ছ ব্যালট বাক্স ও অমোচনীয় কালি সরবরাহের জন্য অনুরোধ করেছি। সেইসাথে আমরা নির্বাচন কেন্দ্রেগুলোতে দুষ্ট লোকের উপদ্রব পর্যবেক্ষণের জন্য কিছু ভিডিও ক্যামেরা সরবরাহের কথাও বলেছি।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য কূটনৈতিকেরা কোন পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদেরকে এই ব্যাপারে কোন পরামর্শ দেননি। আজকের বৈঠকে শুধুমাত্র কারিগরি সহায়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!