ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৩ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্ত দ্রুত করার আহবান বান কি মুনের।

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০১৩ ৭:১১ অপরাহ্ণ

ban ki mun_0শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছিল কিনা তা দ্রুত তদন্ত করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সিরিয়ার দামাস্কাসের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারের খবরে প্রেক্ষিতে পাঠানো জাতিসংঘের তদন্ত দল সিরিয়ায় পৌছেছে। এরই মধ্যে ওই স্থানে জাতিসংঘের তদন্তকারী দলকে প্রবেশের অনুমতিও দেয়া  হয়েছে। পর্যবেক্ষণ সুষ্টুভাবে সম্পন্ন করতে বান কি মুন বলেন, পুরো বিশ্ব এখন সিরিয়ার দিকে তাকিয়ে আছে। তদন্তের স্বার্থে জাতিসংঘ পরিদর্শকদের চলাফেরায় কোন বাঁধা দেওয়া উচিত হবে না। সময় অতিবাহিত হচ্ছে এবং এর জন্য বাড়তি সময় বেঁধে দেওয়া সম্ভব নয়।।
উল্লেখ্য বুধবার দামাস্কাসের উপকন্ঠে প্রেসিডেন্ট বাশার আসাদের অনুগত সেনাবাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে বিরোধী দল আর সেনাবাহিনী দায়ী করছে বিদ্রোহীদের। একটি সূত্র জানায়, ওই এলাকায় শ্বাস কষ্টজনিত রোগের কারণে দামাস্কাসের একটি হাসপাতালে ৩ হাজার ৬’শ জন ভর্তি হয়। এর মধ্যে ৩’শ ৫৫ জন মারা যায় বলে জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!