শ্যামলবাংলা ডেস্ক : ২৬ আগস্ট সোমবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং থেকে ঢাকাগামী একটি শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৬২) তল্লাশি করে এক কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে হোয়াইক্ষ্যং চেক পোস্টে অভিযান শুরু করে ওই যাত্রীবাহী গাড়ীর একটি আসনের নীচে পলিথিনে মুড়ানো অবস্থায় হেরোইন ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। তবে ওইসময় গাড়িটির ওই সিটে কেউ না থাকায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপরে বলে ধারণা করা হচ্ছে। তবে বিজিবি’র দাবি স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মূল্য তালিকা অনুযায়ী ওই হেরোইনের মূল্য ২২ লাখ টাকা হতে পারে। টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, সোমবার ভোররাতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার একে খান মোড় এলাকা থেকে অপর এক পৃথক ঘটনায় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৬শ ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। ওইসময় দু’পাচারকারীকেও আটক করা হয়। এরা হচ্ছে, মো.আমিনুল ইসলাম (৩৭) এবং সাদ্দাম হোসেন (২৩)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি চেয়ারকোচে তল্লাশি চালিয়ে ওই হেরোইনসহ দু’জনকে আটক করা হয়।
বিজিবি’র ২৮ ব্যাটেলিয়নের কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিজিবির অভিযানে ওই হেরোইনসহ দু’ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
