স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ফজলুল হক বাদশার দ্বিতীয় স্ত্রী খোরশেদা বেগম রতœা (৫০) ২৬ আগস্ট সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে………….রাজেউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেরপুর শহরের গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার সকাল ১১টায় মাইসাহেবা জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
এদিকে বিএনপি নেতা বাদশার স্ত্রীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ, সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন, বিএনপি নেতা শিল্পপতি আলহাজ মোঃ হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্যামলবাংলা ব্যবস্থাপনা সম্পাদক ও শেরপুর সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী গভীর শোক প্রকাশ করেছেন।