শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়া ইস্যুতে লাল সীমা পার না হতে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ২৫ আগস্ট রবিবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জেনারেল মাসুদ জাযায়েরি উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা ফার্স এর খবরে বলা হয়েছে
সিরিয়া ফ্রন্টের লাল সীমা কোথায় আমেরিকার তা জানা আছে এবং কোনোভাবে এ সীমা পার হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
শত্রুদের সব ষড়যন্ত্র ভেদ করে সিরিয়ার সরকার ও জনগণ যুদ্ধে এ পর্যন্ত উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বড় ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সফলতা লাভ করায় জেনারেল জাযায়েরি সিরিয়ার জনগণ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। মালয়োশিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বলেছেন, আমেরিকার সেনারা সিরিয়ার ওপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার এ বক্তব্যের পর জেনারেল জাযায়েরি আজ আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন
